Blog

গিজার কেনার আগে খেয়াল করবেন যেসব বিষয়

হাড় কাঁপানো শীত ঋতুকে হয়তো অনেকেই পছন্দ করেন না। শীতের আমেজকে পছন্দ করলেও হয়তো এর কষ্ট আর দুর্ভোগকে অনেকেই জয় করতে পারেন না। এমন সমস্যায় ভুগলে বাড়িতে আজই নিয়ে আসতে পারেন শীত জয় করার মেশিন গিজার।

গিজার মূলত পানি গরম করার কাজে ব্যবহৃত হয়। সাধারণত বাথরুমে এটি লাগানো হয়ে থাকে। বিদ্যুৎ এবং পানির লাইনের সঙ্গে কানেক্ট করা এ মেশিনের সুইচ চাপ দিলেই গোসলের জন্য গরম পানি পেয়ে যাবেন আপনি।

শীতে অনেকেই আছে যারা নিয়মিত গোসল করেন না। এ অভ্যাসে আপনার শরীরে নানা সমস্যা বাসা বাঁধতে পারে। যেমন ত্বক শুষ্ক ও রুক্ষ্ম হয়। হজম জনিত সমস্যা সহ পেটের নানা গোলযোগের পাশাপাশি দেখা দেয় মাথা ব্যথা ও ঘুমের সমস্য

তাই শীতের এ সময়টাতে নিয়মিত গোসল করুন। আর শীতকে জয় করতে বাড়িতে নিয়ে আসুন গিজার। গিজার কেনার আগে অবশ্যই কিছু জিনিস মাথায় রেখে গিজার কিনুন। এগুলো হলো-

১। অনেকেই মনে করেন বড় গিজারের দাম বেশি তাই ছোট গিজার কিনব। এই ধারণা আপনার মধ্যেও কি আছে? তাহলে মাথা থেকে এ ধারণা এখনই বাদ দিন। বাড়ির সদস্যের সংখ্যা মাথায় রেখে গিজার ছোট না বড় তা সিদ্ধান্ত নিন।

২। ছোট গিজারে বিদ্যুৎ খরচ বেশি হয়। বারবার পানি ভরতে বারবার মেশিন ব্যবহারের প্রয়োজন পড়ে। তাই টাকা যদি বাঁচাতে চান তাহলে আসলে ছোট না বড় গিজারই আপনার জন্য সাশ্রয়ী হবে।

৩। গিজার কেনার আগে বাথরুমের কোথায় তা সেট করবেন তা আগেই ভেবে নিন। সে অনুযায়ী ঘরে নিয়ে আসুন আপনার পছন্দের গিজার।

৪। পছন্দের গিজার কতটা বিদ্যুৎ সাশ্রয়ী তা গিজারে থাকা স্টার মার্ক দেখে বুঝে নিন।

৫। বাড়ির প্রতি সদস্যের জন্য কম করে ৩ লিটার পানি ধরে হিসাব করুন গিজার কত লিটারের কিনবেন। যেমন পরিবারের সদস্য সংখ্যা ৪ জন হলে ১২ লিটারের একটি গিজার কিনতে পারেন।

৬।  গিজার কেনার আগে এর সেফটি ফিচারগুলো দেখে নেওয়াও বিশেষ জরুরি। বিশেষ করে বাড়িতে কোনও খুদে সদস্য থাকলে গিজার কতখানি সুরক্ষিত, তা দেখেই কেনা উচিত। এক্ষেত্রে সেফটি ভাল্ব, অটো-কাটঅফ ফিচার আছে কি না অবশ্যই দেখে নিন।

৭। যে গিজারের ব্যবহার করার ফিচার সেটি বেছে নিন। গিজারের কন্ট্রোল নব, ডিজিটাল ডিসপ্লে, সেটিংসের নিয়ম যত সহজ হবে ততই প্রতিদিন গিজার ব্যবহার করাটা ঝামেলামুক্ত হবে। তাই গিজার কেনার আগে এ বিষয়টিকেও গুরুত্ব দিতে পারেন।  

ভালো মানের গিজার কিনতে ভিজিট করুন https://geyserbangladesh.com/ অথবা ফোন করুন এই নাম্বারে 01971611167

Shopping Cart
Scroll to Top
Open chat
Hello
Can we help you?